Header Ads

ধুলোয় পড়ে শরীর, অসমাপ্ত কবিতার শেষে আকস্মিক এক মাত্রা। বাড়ি ফেরা আর হলো না যে তাই, অনন্তের পথে শব 'যাত্রা'।

 বাড়ি ফেরা আর হলো না যে তাই

                                                 অনন্তের পথে শব 'যাত্রা'



আগে যখন  বাইরে থেকে পড়াশুনো করতাম তখন ছুটিতে বাড়ি ফেরার কথা ফোন করে ঘরে জানালেই  , ফোনের ওপার থেকে বাবা বলে উঠতো , " ট্রেন এ ফিরবে বাবা , বাসে একদমই আসার দরকার নেই , ট্রেন জার্নি অনেক সেফ " । হঠাৎ করেই এই কথাটা খুব মনে পড়ে গেলো , আচ্ছা সেদিনও ঠিক হয়তো এভাবেই অনেক  বাবা তার ছেলেকে উপদেশ দিয়েছিলো যে বাসে আসার দরকার নেই , তুমি করোমণ্ডল এক্সপ্রেস এই এসো , ওটা অনেক সেফ । হ্যাঁ  সেফই বটে, যেখানে  ক্ষণিকের ভুল এতো এতো মানুষের প্রাণের দাম দেয় , সে যাত্রা সেফ না হয়ে পারে । আমরা এতদিন জানতাম ভারতীয় রেলের হয়তো সময় জ্ঞান একটু কম, কিন্তু খুব বিশ্বস্ত । আসলে এই বিশ্বাসের যে এতো বড়ো দাম দিতে হবে , আমরা ঠিক কেউই বুঝে উঠতে পারি নি । ভারতীয় রেল নাকি প্রযুক্তির দিক দিয়ে রাশিয়া , চিন , জাপান কে টেক্কা দিচ্ছে । মাস কয়েক আগে বন্দে ভারতের বনেদিয়ানা আমাদেরকে , আমাকে এতটাই মোহ গ্রস্ত করে তুলেছিল যে শুধুই ছুতো খুঁজছিলাম বেড়াতে যাওয়ার , মানে বাড়িতে কিংবা অন্যান্য সবার কাছে সেটা নিছক বেড়ানো হলেও আমার কাছে ছিলো ওই বন্দে ভারতের বনেদিয়ানা তে মেতে ওঠা । ফেসবুক , ইউটিউব জুড়ে তখন শুধুই একটা ট্রেন বন্দেভারত ,  বন্দেভারতের আজ এই , কাল ওই , কারা যেনো আবার ঢিল মেরে বন্দেভারতের জাতীয়তা বোধে আঘাত হানলো , বন্দেভারতের যাত্রীদের  যাত্রার অনুভূতির , অনুভবের কিছু মেকি video ও ছিলো সেই লিস্টে । আর আজ হঠাৎ করেই ফেসবুকটা স্ক্রল করতে করতে চোখে পড়লো ওড়িশার বালেশ্বর স্টেশন এর  waiting রুমে রাখা রাশি রাশি লাশের  মুখের অবরণ সরিয়ে সরিয়ে দেখছেন এক হতভাগ্য বাবা ,  যিনি  এখনো পর্যন্ত তাঁর করোমণ্ডল যাত্রী ছেলের খোঁজ পাননি । কখনো ভেবে দেখেছেন এই এক একটা লাশের মুখের আবরণ সরানোর সময় ওই হতভাগ্য বাবার অনুভূতি কি হয়েছিলো , অনুভব করেছেন কি ওই বাবার হৃদস্পন্দনের কম্পাঙ্কের তীব্রতা । চোখে জল চলে এসেছিলো , বিশ্বাস করুন । এবার আপনারা ভাবছেন এতকিছু অনুভব করে আমাদের কি হবে , কি লাভ ? আমরা তো ভালো আছি , বেশ নিরাপদেই আছি । ও ট্রেন এ চড়তে গেলে একটু আধটু অ্যাকসিডেন্ট তো হবেই । আমার বক্তব্য ঠিক এখানেই , প্রযুক্তি যখন এতো উন্নতির দিকে এগোচ্ছে তখন প্রযুক্তি টা ট্রেনের বিলাসিতায় না ব্যাবহার করে , অ্যাকসিডেন্ট থেকে রক্ষা পাওয়ার কাজে ব্যাবহার করলেই ভারতমাতাকে , ভারতমাতার সন্তানদেরকে যথার্থ বন্দনা করা হয় । আগে তো সুরক্ষা , তারপরেই না বিলাসিতা ? এতো বড়ো একখানা অ্যাকসিডেন্ট যখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো যে আমাদের রক্ষার প্রাচীর কিন্তু খুব দূর্বল , আমরা যতই ওই নড়বড়ে প্রাচীরের ওপর বসে মাংস ভাত , বিরিয়ানি খাই না কেনো , প্রাচীর কিন্তু যেকোনো দিন , যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে । আর তাতেও যদি আমাদের টনক না নড়ে , আমরা ওই ট্রেন অ্যাকসিডেন্ট শুনে আমাদের কিছু সম্ভাব্য যাত্রী সুলভ আত্মীয়দের ফোন টোন করে যথারীতি গ্রীন সিগনাল পেয়ে চুপ করে যাই । তাহলে ভেবে দেখবেন এই গ্রীন সিগনাল কিন্তু যেকোনো দিন রেড হয়ে যেতেই পারে । আচ্ছা  এতো এতো মানুষের মারণ যন্ত্রণা , কান ফাটা আর্তনাদ  সত্যিই কি ভারতীয় রেল কে শান্তির ঘুম ঘুমোতে দেয় , দেবে , দিয়েছিলো ?



No comments

Top 5 ranking stock market platform in india

  Top 7 ranking stock market platform in india Best Trading Apps in India Zerodha Kite  – Best for Overall Trading Experience Groww Trading ...

Powered by Blogger.